Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

মাসিক সভার সিদ্ধান্ত সমূহঃ বলড়া ইউনিয়নের মাসিক সভাসমূহঃ ৪ নং বলড়া ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয় প্রতি মাসের প্রথম সাপ্তাহে। এই সভাই সামনে কি কি কাজ করবেন ও কোন কাজটি অতি জরুরী। সেই ভিত্তিতে মননীয় 

                                                   মাসিক সভার সিন্ধান্তসমূহ

আইন শৃঙ্গলা কমিটির সভার কাযবিবরণী

সভাপতিঃ মোঃ মোসলেম উদ্দিন খান কুন্নু, চেয়ারম্যান ০৪ নং বলড়া ইউনিয়ন পরিষদ, হরিরামপুর, মানিকগঞ্জ।

সময়ঃ ১১.০০ হতে ১২ ঘটিকা পযন্ত। ২৪-০৫-২০২৩ খ্রিঃ।

স্থান ইউপি হল রুম।


সভার উপস্থিত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট “ক” দ্রষ্টব্য।

সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগতম জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।

সভাপতি সাহেব অনুষ্ঠিত সভার কার্য় বিবরণী পাঠ করে শোনান। উক্ত কায বিবরণীতে কোন সংশোধনী না থাকায় সর্ব স্মমতিক্রমে তাহা অনুমোদন করা হইল। অতঃপর সভায় নিম্নোক্ত বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

ক্রমিক নং

আলোচনা

সিন্ধান্ত

বাস্তবায়ন কর্তৃপব

০১

ইউপির সার্বিক অপরাধ চিত্রঃ ইউপির দফাদার দল নেতা জানান যে, বর্তমানে রাজনৈতিক কারনে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্র ইউপির আইন শৃঙ্গলা কোন অবনতি হয় নাই।

অত্র ইউপির আইন শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। এবং এ ধারা অব্যহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্টি সকলের সহযোগিতা কামনা করা হয়।

সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগণ এবং আনসার ভিডিপি দলনেতা।


০২

মাদক নিয়ন্ত্রয়ঃ

সভায় উপস্থিত সদস্যবৃ্ন্দ জানান যে, দেশের বিভিন্ন জায়গায় ফেনসিডিল,গাঁজা, ও নেশা জাতীয় দ্রব্য সেবন করে যুব সমাজ ক্ষতিগৃস্থ্য হওয়ার আইন শৃঙ্গলার অবনতি ঘটছে। অত্র ইউপিতে এ ধরনের কোন কাযকলাপ দেখা যায়নি। তথাপি এ বিষয় সজাগ থাকার বিষয়ে আলোচনা করা হয়।

১. প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ ও প্রচারণা চালানোর জন্য সভায় সিন্ধান্ত হয়।

২. মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য অত্র ইউপির গ্রাম পুশিদের নির্দেশ দেওয়া হয়।

সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগণ এবং আনসার ভিডিপি দলনেতা।

ইভডিজিংঃ

এ বিষয়ে সভার বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সাহেব জানান যে, সকল ইউপি সদস্য, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।

অত্র ইউপিতে এ ধরণের ঘটনা কোথাও ঘটলে তা ইউপি চেয়ারম্যানকে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগণ এবং আনসার ভিডিপি দলনেতা।

জঙ্গিবাদ/সন্ত্রাসবাদঃ

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এ বিয়য়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধিসহ এর কুফল সম্পর্কে জনসাধারনকে অবহিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, এ বিষয়ে সচেতনতা মূলক কাযক্রম গ্রহণের জন্য সভায় সিন্ধান্ত গৃহিত হয়।


বাল্য বিবাহ প্রতিরোধঃ

সভাপতি সাহেব জানান যে, বাল্য বিবাহ প্রতিরোধকল্পে ইউপির সদস্য ও গ্রাম পুলিশ গণদের দায়িত্ব রয়েছে বিধায় আইন শৃঙ্গলা মাসিক সভায় ইউপি সদস্য, মেরিজ রেজিস্টার/কাজী সাহেব  ও গ্রাম পুলিশগন উপস্থিত থাকা একান্ত প্রয়োজন।

এই বিষয়ের আইন শৃঙ্গলা কমিটির মাসিক সভায় ইউপি, মেরিজ রেজিষ্টার/কাজী সাহেব, ইমাম এবং গ্রাম পুলিশগণের সজাগ দৃষ্টি রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউপির সকল সদস্য ও গ্রাম পুলিশগণ।

অদ্যকার সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভার কায শেখ করা হল।