পূর্ববর্ত মামলার রায়ঃ
অদ্য ০৭/০৬/২০২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বিগত ২৪/০৫/২০২৩ইং তারিখে গ্রাম আদালতে রুমী বেগমের দায়ের কৃত মামলার শুনানীতে বাদী-বিবাদী পক্ষের উকিলদ্বয়ের বিচক্ষণ যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে অত্র আদালত এই সিদ্ধান্তে নিম্ন লিখিত শর্ত সাপেক্ষে উপনীত ও মীমাংসা হয়।
শর্ত সমূহ:
১। দেনমোহর বাবদ হাসান আলী তাহার স্ত্রী সুরাইয়া বেগমকে চৌচালা ঘরটি দান করিবেন, যাহাতে সুরাইয়া বেগমের জীবদ্ধশায় অন্য কেউ উক্ত ঘরটির মালিকানা দাবি করিতে পারিবেনা। করিলে সর্ব আদালতে অগ্রাহ বলিয়া গণ্য হইবে। সুরাইয়া বেগমের মৃত্যুর পরে তাহার বৈধ্য ওয়ারিশগণ উক্ত ঘরটির মালিকানা প্রাপ্ত হইবেন।
২। যেহেতু নারী ও শিশু নির্যাতন একটি জঘন্য অপরাধ, সেহেতু আসামী আইউব আলী কর্তৃক উক্ত জঘন্যতম ঘটনার পুনরাবৃত্তি ঘটিলে আসামীকে নারী ও শিশু নির্যাতন ও গ্রাম আদালত অবমাননার দায়ে সরাসরি কোর্টে চালান করা হইবে।
৩। আসামী আইউব আলী তাহার স্ত্রী সুরাইয়া বেগম ভদ্রাচিত হারে খোরপোষ/ভরন-পোষণ করিতে বাধ্য থাকিবে।
৪। সুরাইয়া বেগম যদি সাংসারিক উন্নতির লক্ষে হাঁস-মুরগী/গরু-ছাগল পালন করে অর্থ উপার্জন করে সেক্ষেত্রে স্বামী হিসাবে আইউব আলী উক্ত অর্থে কোন প্রকার দাবি দাওয়া/মালিকানা দাবি করিতে পারিবেনা।
৫। আসামী বিভিন্ন অজুহাতে অধিক রাত্র পর্যন্ত ঘরের বাহিরে অবস্থান করিতে পারিবে না। করিলে অত্র আদালতের রায় অনুযায়ী সে যে কোন দন্ডে দন্ডিত হইতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস